সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
‘মা পাশে নাই’ তারপরও উৎসবমুখর পরিবেশে তাদের মায়ের জন্মদিন পালন করলো এতিম শিশু ও এতিম অন্ধরা। মাকে উৎসর্গ করতে ভিডিও কনফারেন্স করে এতিম শিশুরা কেক কেটে নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক নির্বাহী অফিসার (ইউএনও) বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা বারিকের জন্মদিন পালন করেনন।
২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে ফতুল্লার মুসলিমনগর শিশু পরিবার (এতিমখানা) প্রাঙ্গনে এতিম শিশু ও এতিম অন্ধরা শিশুরর জন্মদিন পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক এমএ মান্নান, সদর উপজেলার নির্বাহী অফিসারের সহকারী মনির হোসেন, আবুল বাশার প্রমুখ।
এদিকে এতিম শিশু বলেছে, সদর উপজেলার সাবেক নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে থাকাকালীন নাহিদা বারিক আমাদের তার নিজের সন্তানের মত আদর করতেন এবং ভালবাসতেন। তাকে পেয়ে আমরা আমাদের মায়ের অভাব পূরণ হয়েছিল। সন্তানের মত তিনি সব সময় আমাদের খোঁজখবর নিতেন। মা ও সন্তানের বন্ধন তৈরি হয়েছিল। ওনাকে পেয়ে আমাদের মায়ের শুন্য স্থান পূরণ হয়েছিল। ওনার জন্মদিনে আমাদের নিয়ে কেক কেটে আমাদের মনে আনন্দ দিতেন। আর ভাল ভাল খারাব খাওয়াতেন। উনি আমাদের বলেছিলেন যতদিন আমি বেচে থাকি ওনার জন্মদিন আমাদের নিয়ে পালন করবেন।
তারা আরো বললো, নাহিদা মা বদলী হয়ে অন্যত্র চলে গেলেও তিনি আমাদের ভুলে যাননি। ২৮ জানুয়ারী মায়ের জন্মদিনে তিনি শারীরিকভাবে অসুস্থ্য থাকায় আসতে না পারলেও তিনি কেক, মিষ্টি, চকলেট সহ অন্যান্য খাবার পাঠিয়ে দিয়েছেনন এবং জন্মদিন পালনে অন্যান্য জিনিসপত্র পাঠিয়েছেন। আমরা আমাদের মায়ের জন্মদিন পালন করতে পেরে খুব আনন্দিত। আমরা সব সময় আমাদের মাকে ভাল বেসে যাবো।
অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, নাহিদা বারিক স্যার আমাদের নারায়ণগঞ্জে না থাকলেও উনি এখনো আমাদের ভাল বাসেন তার প্রমান আজকের অনুষ্ঠান। ওনার জন্মদিনে এতিম শিশুদের জন্য কেক ও মিষ্টি পাঠিয়ে তাহার জন্মদিন পালন করার আহবান করেন। আর কেক কাটার সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। এতিম শিশুদের কতটুকু তিনি ভাল বাসেন তা প্রমান করে দিলেন। আমাদের বর্তমান ইউএনও স্যার অনেক ভাল মনের মানুষ। উনিও এতিম শিশুদের অনেক ভাল বাসেন। উনিও আজকের এই অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন। কিন্তু উনি অসুস্থ্য থাকার কারনে আসতে পারেনি। তাই এতিম শিশুদের বলতে চাই তোমার ভাল ভাবে লেখাপড়া করলে সব কিছুর সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। ভাল ভাবে লেখাপড়া না করলে তোমরা কিছু পাবে না। তোমাদের মা নাই তাতে কি হয়েছে আমাদের বর্তমান ইউএনও স্যার তোমাদের সন্তানের ভাল বাসা দিবেন। নাহিদা বারিক যেভাবে তোমাদের ভাল বাসা দিয়েছিল। শুধু তোমরা ভাল করে লেখাপড়া করবে।