মৃত্যুর আগের দিন লাইফ সাপোর্টে থাকাবস্থায় যুবদল নেতাকে অব্যাহতি দিলো টিটু-খোকন!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিএনপির আন্দোলন সংগ্রামে রাজপথে অন্যতম সক্রিয় ছিলেন দেলোয়ার হোসেন। যিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও একইসঙ্গে রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক দায়িত্ব পালন করে আসছিলেন। রাজপথের এই নেতা মাত্র কয়েকদিন যাবত শারীরিকভাবে অসুস্থাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন জেলা যুবদলের নেতারা তার খোঁজখবর নেননি। উল্টো উপজেলা যুবদলের আহবায়ক পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে।

দেলোয়ার হোসেন লাইফ সাপোর্টে থাকাবস্থায় তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে আরেকজনকে ভারপ্রাপ্ত করা হয়। এর একদিন পরেই দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। বিষয়টি নিয়ে সান নারায়ণগঞ্জের কাছে অনেকে নেতাকর্মীরা বলছেন- কি এমন আন্দোলন শুরু হয়েছে যে, লাইফ সাপোর্টে থাকাবস্থায় দেলোয়ার হোসেনকে অব্যাহতি দিতো হলো? দেলোয়ার হোসেন লাইফ সাপোর্টে রয়েছেন এমন বিষয়টি জেলা যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে স্বীকারও করেছেন তারা।

স্থানীয় যুবদল নেতাকর্মীরা মনে করেন- সামান্য ক’টা দিন অসুস্থতার কারণে হুট করেই লাইফ সাপোর্টে থাকা দেলোয়ার হোসেনকে উপজেলা যুবদল আহবায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক। নেতাকর্মীরা বলেন, উপজেলা যুবদল আহবায়ক পদ থেকে সরানোর একদিন পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দেলোয়ার হোসেন। যিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের অধিকাংশ কর্মসূচিতে উপস্থিত থাকেন না সেই গোলাম ফারুক খোকনকে পদ থেকে সরানো উচিত কিনা? এমন প্রশ্ন দেখা দিয়েছে নেতাকর্মীদের কাছে। অথচ সক্রিয় দেলোয়ার হোসেনের কটা দিন সহ্য হলোনা। তাকে লাইফ সাপোর্টে রেখে অব্যাহতি দেয়া হলো।

জানাগেছে, গত ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। ওইদিন সকালে ঢাকার একটি হসপিটালে অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহের রাজেউন)।

এর আগের দিন ২৯ জানুয়ারি জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সংগঠনের প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। এ অবস্থায় যুবদলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম প্রিন্সকে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হল।