সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
গণভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মেঘনা ইকোনোমিক জোন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন এবং কুমিল্লা ইকোনমিক জোনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
৩ এপ্রিল বুধবার সকালে উপজেলার টিপরদী এলাকায় মেঘনা ইকোনমিক জোনে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। তিনি বলেন, এ শিল্পকারখানা চালু হলে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং এক বিলিয়ন মার্কিন বিনিয়োগে নূন্যতম ২০টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নবনির্বাচিত সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ও সোনারগাঁ থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান প্রমূখ।