সন্ত্রাসী চাঁদাবাজি অত্যাচার করে জনগণের মন জয় করা যায় না: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন বলছেন, সন্ত্রাসী, চাঁদাবাজি আর অত্যাচার করে মানুষের মন জয় করা যায় না। জনগণের সেবা করেই জনগণের মাঝে বেঁচে থাকা যায়। আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক পরিশ্রম করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন। তিনি জনগণের মনে জায়গা করে নিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি খোকা আরো বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি গত ৮ বছর সোনারগাঁওয়ে অসংখ্য রাস্তা, স্কুল কলেজ, ব্রীজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসার উন্নয়নমুলক অনেক কাজগুলো করতে পেরেছি। আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এমপি লিয়াকত হোসেন খোকা ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে পরিষদে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

এ ছাড়াও সভায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহি, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি)গোলাম মোস্তফা মুন্না, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল ওমর বাবু, নারী ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান মাসুম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, স্বেচ্ছাসেবক পার্টির নেতা জাবেদ রায়হান, আনিসুর রহমান বাবু সহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।