রয়েল রিসোর্ট কাণ্ড: জামিন পেয়েছেন সোনারগাঁয়ের জাতীয় পার্টির ৫ নেতা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁ পৌরসভাধীন এলাকায় অবস্থিত রয়েল রিসোর্টে কেন্দ্রীয় হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হক নারী কেলেঙ্কারির ঘটনায় দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন জাতীয় পার্টির ৫জন নেতা।

১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিম হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ থেকে এই জামিন পান জাতীয় পার্টির ৫ নেতা।

জানা গেছে, জামিন পেয়েছেন সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ওমর ফারুক টিটু, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি ফজলুল হক মাস্টার, জাতীয় পার্টির নেতা মোশাররফ মোল্লা, মল্লিক মঞ্জুর হোসাইন হিরু ও জাতীয় পার্টির নেতা নজরুল ইসলাম।

ঘটনা সুত্রে জানা গেছে, গত বছরের এপ্রিলে সোনারগাঁও রয়েল রিসোর্ট হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের নারী কেলেঙ্কারির ঘটনায় সোনারগাঁ থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। যেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে জাতীয় পার্টির নেতাকর্মীদের নাম ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন জাতীয় পার্টির নেতারা। ওই মামলায় জামিন পেয়েছেন জাতীয় পার্টির উপরোক্ত ৫ নেতা।