হয়তো ক’দিন পর আমাদের দেশীয় পালিত গরু বিদেশে রপ্তানি হবে: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ প্রকল্পের সহযোগিতায় উপজেলার আমিনপুর মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসেনর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

উদ্বোধন শেষে আলোচনা সভায় খামারিদের আরো বেশি উৎসাহ প্রদান করে এমপি খোকা বলেন, একটা সময় কুরবানীর ঈদে আমরা অপেক্ষায় থাকতাম কখন বিদেশি গরু আমাদের দেশে আসবে। কিন্তু এখন আমাদের দেশে পালিত পশু দিয়েই আমাদের কুরবানী সম্পন্ন হচ্ছে। হয়তো ক’দিন পর আমাদের দেশীয় পালিত গরু বিদেশে রপ্তানি হবে। বর্তমান সরকার প্রাণীসম্পদ উন্নয়নে ব্যাপক কর্মসূচী ও পদক্ষেপ গ্রহণ করেছেন। একইসঙ্গে খামারিদের ঋণের ব্যবস্থা, পশু চিকিৎসা সহ নানা ধরনের সুযোগ-সুবিধা সরকার দিচ্ছে। আমাদের দেশে প্রাণিসম্পদের আরো উত্তোরণ ঘটবে।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার। যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব তালুকদারের পরিচানায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবীব।

প্রদর্শনীতে অর্ধশতাধিক স্টলে উপজেলার খামারিরা, এনজিও সংস্থা ও ভেটেনারি ফার্মেসি গুলো অংশ নেয়। বিভিন্ন জাতের ছাগল, ভেড়া, গাড়ি, ষাঁড়, হাঁস মুরগী, কবুতর প্রদর্শনীতে শোভা পায়।

পরে সমাপনী অনুষ্ঠানে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিতি ছিলেন, সোনারগাঁও উপজেলার প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁ ডেইরি এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা।