র‌্যাবের অভিযানে ৫০২ বোতল ফেন্সিডিল ও ৫০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৫০২ বোতল ফেন্সিডিল এবং ৫০ কেজি গাঁঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লা থেকে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৫০২ বোতল ফেন্সিডিল এবং ৫০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো – মোঃ কামাল হোসেন ওরফে ইকু, মোঃ মুন্না ও মোঃ রাকিব হোসেন ওরফে বাবু। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী মোঃ কামাল হোসেন ওরফে ইকু নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ, আক্রা এল এন রোড এলাকার মোঃ হানিফের এর ছেলে, মোঃ মুন্না একই জেলা ও থানাধীন পশ্চিম দেওভোগ এলাকার আঃ হালিমের ছেলে এবং অপর আসামী মোঃ রাকিব হোসেন ওরফে বাবু একই জেলা ও থানাধীন আম হাট্রা জল্লারপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীন এর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামীরা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পরষ্পর যোগসাজশে নিয়মিতভাবে প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশ ধারণ করে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে আসছিল।

গ্রেপ্তারকৃত এই মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ কামাল হোসেন ওরফে ইকু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার দায়ে ইতোঃপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।