জেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মান্নান অনুগামীদের অকথ্য ভাষায় মিছিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপির দলীয় প্যাডে ‘খালেদা জিয়া অমর হোক’ লেখায় থানা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোশারফ হোসেনের নামে মামলা করায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল করেছেন মান্নান অনুগামী ছাত্রদলের নেতাকর্মীরা। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের নেতাকর্মীরা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানার বিরুদ্ধে মিছিল করা হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অশ্রাব্য ভাষায় ব্যানারে লেখনীতে এবং স্বপন ও রাসেলের ছবিতে গলায় জুতার মালা পড়িয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ‘স্বপন ও রাসেল রানার দুই গালে জুতা মারো তালে তালে’ সহ নানা অকথ্য ভাষায় শ্লোগান দেন।

জানাগেছে, গত ২০ ফেব্রুয়ারি রবিবার দুপুরে সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা বাদী হয়ে মামলাটি করেন। নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসেনের আদালত মামলার আবেদন আমলে নিয়ে সোনারগাঁ থানার পরিদর্শককে (তদন্ত) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে আদেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, রাষ্ট্রের একজন সম্মানিত ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে প্রয়াত করে দেয়ায় আমরা এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেছি। আদালত আমাদের মামলাটি আমলে নিয়ে থানা-পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী রাসেল রানা জানান, আমি দলের একজন কর্মী। আমি কখনোই আমার নেত্রীকে নিয়ে অবজ্ঞা মানতে পারি না। যে কমিটি হয়েছে তাতেও অসংগতি রয়েছে। এ ধরনের অমার্জনীয় ভুলের জন্য আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। এ বিষয়ে আমি আরেকটি মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে সোনারগাঁ থানা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান দাবি করেছেন, এটি আমাদের কোনো ভুল নয়। আমরা হাতে লেখা কাগজ দেয়ার পর দেখি প্রিন্টিং প্রেসে এটি ভুল করেছে। যদিও এটি অমার্জনীয় তবে এটি দলের কারো ইচ্ছাকৃত নয়। বিষয়টি আমার নজরে আসা মাত্রই তাৎক্ষণিক সংশোধন করা হয়েছে। ভুল লেখা কাগজ কোথাও সরবরাহ করাও হয়নি। অবশ্যই আরো সতর্ক হওয়া উচিত ছিল সকলের। এ ব্যাপারে দুঃখ প্রকাশের পাশাপাশি আমরা ক্ষমা প্রার্থনা করছি।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি সোনারগাঁ থানা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্যসচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্যাডে ১০টি ইউনিট কমিটির অনুমোদন দেন। কমিটির কাগজের ওপরের দিকে মাঝ বরাবর লেখা ছিল ‘খালেদা জিয়া অমর হোক’।