র‌্যাবের অভিযানে রূপগঞ্জে হত্যা মামলার আসামী রিয়াদ গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাব-১১ অভিযান চালিয়ে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত পলাতক আসামি রিয়াদকে গ্রেপ্তার করেছে। ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

তিনি জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ২৩ ফেব্রুয়ারি বুধবা্র দুপুরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রিয়াদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিয়াদ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন যাত্রামুড়া এলাকার মনির ভুঁইয়ার ছেলে।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামী রিয়াদ রূপগঞ্জ থানার হত্যা মামলা, যার মামলা নং-৪৩, তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৫ এর অন্যতম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে গ্রেপ্তাররি পরোয়ানা জারী হলে সে কৌশলে আত্মগোপন করে।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রিয়াদকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে বুধবার দুপুরে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় সনাক্তপূর্বক র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।