সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাঁচাতে বিক্ষোভ মিছিল করেছে মান্নান ও মোশারফের নেতৃত্বের কমিটি থেকে বাদ পড়া নেতাকর্মীর সমর্থকরা। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও লাদুরচর এলাকায় বিএনপির নেতাকর্মীরা নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিলটি করেন।
জানা গেছে, গত মাসের ২৫ জানুয়ারী থানা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর পরই এই কমিটি থেকে বিএনপির একটি অংশ আহবায়ক কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। তারা আজহারুল ইসলাম মান্নান ও মোশারফকে বয়কট করে পাল্টাপাল্টি অবস্থান নেয়।
তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জের জেলা নেতারা অর্থের বিনিময়ে মান্নান ও মোশারফকে দিয়ে কমিটি ঘোষণা করেছেন। এতে দলের অনেক ত্যাগী নেতারা বাদ পড়েছেন। আবার ইউনিয়ন কমিটি গঠনের সময়ও তারা স্বজনপ্রীতি করছেন। তাদের নিজস্ব লোক ও চাটুকারদের দলে ঠুকিয়ে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিচ্ছেন। এতে করে দল সাংগঠনিক ভাবে দূর্বল হয়ে যাচ্ছে। আমরা চাই ইউনিয়ন কমিটিগুলো ভেঙ্গে নতুন করে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন হোক।
এসময় তারা নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতাদের নিয়ে কথা বলতে গিয়ে নেতাকর্মীরা আরো বলেন, মান্নান-মোশারফ নোয়াগাঁয়ের মজিবুর রহমান ভূইয়া, নুর মিয়া মেম্বার, হাজী সাইফুল ইসলাম সহ নিবেদিতপ্রাণ নেতাদের বাদ দিয়ে এবং যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়ন না করে সোনারগাঁ থানা এবং ইউনিয়ন কমিটি গঠন করেছেন। সেজন্য তারা প্রতিবাদ জানিয়ে বিএনপি বাঁচাও আন্দোলনে নেমেছেন।
বিক্ষোভ মিছিলের ব্যানারে তারা লিখেন বালু লেবার মান্নান ও সংস্কার পন্থী আওয়ামীলীগের দালাল বিএনপি খেকো মোশারফকে বিএনপিতে চাইনা। মিছিলে তারা ঝাড়ু প্রদর্শন, জুতা প্রদর্শন শেষে বিতর্কিত এই দুই নেতার কুশপুত্তলিকা দাহ করে। এসময় তৃনমুলের কর্মীরা অবিলম্বে সোনারগাঁ থানা বিএনপি এবং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান।