বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা ২৫ জুলাই

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম গণমাধ্যমে বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থাটির চেয়ারম্যান বলেন, আগামী ২৫ জুলাই বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। আজকে মিটিংয়ে বসে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হতে প্রত্যেক প্রার্থীকে প্রিলিমিনারি (এমসিকিউ), লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৫০ নম্বর পেলে লিখিত পরীক্ষায় পরপর দুবার অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন একজন প্রার্থী। চূড়ান্তভাবে উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে বার কাউন্সিলের সনদ পান।