সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ৩ মার্চ বৃহষ্পতিবার দুপুরে উপজেলার বিশনন্দী ফেরীঘাট এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাসী করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল ও তাদেরকে বহনকারী কাভার্ড ভ্যানটি।
ওই দিন দুপুরেই র্যাব-১১ এর উপ-পরিদর্শক ইমন পাল বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করেন। গ্রেপ্তারকৃতরা হলো- শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তারাকান্দি গ্রামের আঃ কুদ্দুছের ছেলে মোঃ শহিদ এবং কুমিল্লা জেলার ভাঙ্গারা বাজার হাটাশ গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে শামীম।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, জব্দকৃত মালমালের মধ্যে রয়েছে ১২৯৯ পিস ভারতীয় এলাভেরা জেল, ৮০ কার্টুন ভারতীয় বিস্কুট, ৬৩১ পিস ভারতীয় টুথপেষ্ট ইত্যাদি।