সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
‘ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের ঐতিহাসিক নিদর্শনের অন্যতম একটি নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড। আর এই ক্লাবটির একটিই শুন্যতা ছিলো সেটি আজকে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্ধোধনের মধ্যে দিয়ে পূরণ হলো।’ এসব কথা বলেছেন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদ।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ভিতরে একটি বিল্ডিং এর দেয়ালে ব্যতিক্রম ও চমৎকার কারুকাজে খচিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি’র বক্তব্যকালে তিনি বলেন, আমাদের এই দেশের প্রতিটি রন্দ্রে রন্দ্রে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নাম। অথচ এত্তবড় মাপের ও সুনামধন্য একটি ক্লাব, সেই ক্লাবে তার ম্যুরাল থাকবে না, সেটা হতে পারে না ।আর সেই চিন্তা থেকেই এই ম্যুরালটি স্থাপনার ব্যবস্থা করেছি এবং সেটা আমার ব্যক্তিগত উদ্যোগে।
ক্লাব প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদ আরো বলেন, আজকের এই দিনটি নারায়ণগঞ্জ ক্লাবের ইতিহাসে চীর স্বরণীয় হয়ে থাকবে, এক কথায় বলতে গেলে এই ক্লাবের জীবনে এক নতুন ইতিহাসের ঐতিহাসিক দিন হয়ে থাকবে।
উক্ত কথাগুলোর ব্যাখ্যা প্রসংঙ্গে তিনি বলেন, ব্রিটিশ সরকারের পর পাক সরকার এবং পাক সরকারের পর দেশের স্বাধীনতার হাফ সেঞ্চুরির পর পযর্ন্ত জাতির জনকের মুর্যালটি এই ঐতিহ্যবাহী ক্লাবে স্থাপন হয়নি। যিনি নাকি এই স্বাধীন দেশের মহান নায়ক, যার ঐতিহাসিক ভাষণে লাঠি সোটা নিয়ে বাঙ্গালী জাতি পাক হায়ানাদের উপর ঝাপিয়ে পরে দেশকে পরাধীনতার কবল থেকে রক্ষা করেছেন, সেই হ্যামিলনের বাঁশিওয়ালা ও বাংলার রাখাল রাজার প্রতিচ্ছবিটি এই ক্লাবে থাকবে না, তা হতে পারে না।
বক্তব্যের শেষ প্রান্তে এসে ক্লাব প্রেসিডেন্ট আসিফ হাসান আরও বলেন, নারায়ণগঞ্জ ক্লাবের আজকের এইদিনটিকে আরও চীর স্বরণীয় রাখতে মহান নেতার এই ম্যুরালটি’র শুভ উদ্ধোধন করাচ্ছি এমন একজনকে দিয়ে তিনি হচ্ছেন মহা নায়ক মুজিবের রনাঙ্গনের আদর্শের অন্যতম সৈনিক আমার রাজনৈতিক শিক্ষক জননেতা একেএম শামীম ওসমান এমপিকে দিয়ে। আমি এর জন্য কৃতজ্ঞ ও গর্ববোধ করি। মহান রাব্বুল আল আমিনের কাছে শুকরিয়া আদায় করছি শুভ কাজের আনুষ্ঠানিকতাটি আমাদের ক্লাবের সকল সন্মানিত সদস্যদের সহযোগিতায় ভালোভাবে সম্পন্ন করতে পারায়।
এরপরই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ), বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক মেজর এস.এম হাবিব ইবনে জাহান, র্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মুনির প্রমুখ।
নারায়ণগঞ্জ ক্লাবের সহ-সভাপতি ও স্থানীয় দৈনিক সবার কন্ঠ পত্রিকার সম্পাদক প্রকাশ ফয়েজ উদ্দিন লাভলুর চমৎকার উপস্থাপনায় এরপর বক্তব্য শুরু করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান
শতাব্দীর মহানায়ক, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ মার্চ বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ ক্লাবের অভ্যন্তরে “বঙ্গবন্ধু’র” ম্যূরালের অনুষ্ঠানিক উদ্বোধনকালে বলেন, বঙ্গবন্ধু যেমন দলমত নির্বিশেষে সমগ্র বাঙ্গালীর জাতীর সম্পদ তেমনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও এখন সমগ্র জাতির সম্পদ। সকল মতবেদ ভুলে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্টে পরিনত করার জন্য ঐকবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যাল ক্লাব প্রাঙ্গণে স্থাপন করায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আসিফ হাসান মাহমুদ সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, আমাদের মধ্যে মত পথের ভিন্নতা থাকতেই পারে কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়নে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে।
নারায়ণগঞ্জ ক্লাব সভাপতি আসিফ হাসান মাহমুদের ব্যাক্তিগত অর্থায়নে ক্লাবের প্রধান ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে মূর্যালটির আনুষ্ঠানিক উদ্ধোধনী শেষে প্রধান অতিথি নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতিবৃন্দ সহ সিনিয়র সদস্যদের সহ ক্লাব প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদের সহধর্মিনী বিশিষ্ট কলামিষ্ট ও গান লেখক নীলা মাহমুদকে মঞ্চে ডেকে নিয়ে বঙ্গবন্ধুর ম্যূরালের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। ম্যূরালটি উদ্ধোধনের সময় ক্লাব প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদের সহ ধর্মনী নীলা মাহমুদ লিখা ও নচিকেতার কন্ঠে গাওয়া বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি সঙ্গীত পর্দায় ভেসে উঠে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের যে সকল সদস্যরা পরলোক গমন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কল্যাণের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে বঙ্গন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কেক কাটা হয়।
ব্যতিক্রম এই অনুষ্ঠানটিতে ড়্গক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব খবির আহমেদ, আব্দুর রাশেদ রাশু, বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোস্তফা এমরানুল হক, পরিচালনা পর্ষদ সদস্য ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা, এম, শামীম রেজা, হাজী কামাল উদ্দিন আহমেদ, এস এম শাহিন, হাজী মোঃ তাসলিমুদ্দিন খান (শিশু) সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও সদস্য পরিবার উপস্থিত ছিলেন।