সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে র্যাব-১১ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
২৪ মার্চ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার, সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ২৩ মার্চ বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন রামচন্দ্রদী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ নিয়ামুল নামক ১জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত আসামীর হেফাজত হতে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী মোঃ নিয়ামুল ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন নলঘরিয়া এলাকার মোঃ আবু তাহের এর ছেলে। সে অসাধু মাদক ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত আসামী বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।