সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
কুমিল্লার দাউদকান্দি এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। ১৩ এপ্রিল বুধবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিয়িা অফিবার সহকারী পরিচলক এএসপি সম্রাট তালুকদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ১৩ এপ্রিল বুধবার কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দক্ষিণ সতানন্দি সাকিনস্থ দাউদকান্দি টোলপ্লাজার সামনে ঢাকা মুখী ৪নং কাউন্টারের সামনে ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা হতে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ শামিম মিয়া, মোঃ সাইদুল ইসলাম, জীবন রহমান। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।