আন্দোলনের পরেও রেলওয়ের শতকোটি টাকা মূল্যের ১ একর জমি হরিলুট!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নগরীর সিরাজদৌলা রোড পার্শবর্তী নারায়ণগঞ্জ হাইস্কুল ও কালেজ, নারায়ণগঞ্জ কলেজ, ডাক ও টেলিযোগাযোগ অফিসের উল্টোদিকের রেলওয়ের প্রায় শতকোটি টাকা মুল্যের ১ একর জায়গা নিয়ে হরিলুটের খেলায় মেতেছে বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের কথিত বেশক’জন নেতা। 

এ বিষয়ে কয়েকদফায় নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হলেও প্রশাসনের কোনো নজরদারি নেই। দখলকারীরা এখন নিজেদেরকে নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের লোক পরিচয় দিয়ে জমি দখল করে মার্কেটের নামে দোকান বরাদ্দ শুরু করেছে। অথচ এ বিষয়টি এমপি শামীম ওসমান কিংবা শহীদ বাদলের অবগতিতেই নাই বলে জানাগেলো। এমনকি শামীম ওসমান কিংবা শহীদ বাদলের কোনো নেতাকর্মীও এখানে জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি।

মুলত প্রভাব বিস্তার করে শতকোটি টাকা হাতিয়ে নেয়ার লক্ষ্যেই শামীম ওসমান ও শহীদ বাদলের নাম বিক্রি করে মন্দিরের জায়গা দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।  এমন বিষয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উল্টো অভিযুক্তরা হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে বলে বেড়াচ্ছে তারা এসপি ডিসিকে পকেটে রাখেন। মুলত এসব প্রপাগান্ডা ছড়িয়ে মন্দিরের জমি দখল ও মন্দিরের কমিটির নেতাদের উপর চাপ সৃষ্টি করছেন। মন্দির কমিটির নেতারা শঙ্কায় রয়েছে কখন জানি তাদের মন্দিরের ‍উপর আঘাত হানে। কারন ইতিমধ্যে মন্দিরের তিন দিকের জায়গা দখলে নেয়া হয়েছে।

ঘটনা সূত্রে জানাগেছে, গত ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সামাজিক সংগঠন ‘সমমনা নারায়ণগঞ্জ’ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। তারা সেদিন জানান, নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকা সিরাজদৌলা রোড পাশ্র্ববর্তী নারায়ণগঞ্জ হাই স্কুল ও কালেজ, নারায়ণগঞ্জ কলেজ, ডাক ও টেলিযোগাযোগ অফিসের উল্টোদিকের রেলওয়ের প্রায় ১ একর জায়গায় তথাকথিত রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের নামে অবৈধ বরাদ্দের প্রতিবাদে ও উক্ত মূল্যবান জায়গা উদ্ধার করে তা “উন্মুক্ত স্থান” ঘোষণা করে বলধা গার্ডেন সদৃশ প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানায় সামাজিক সংগঠন সমমনা নারায়ণগঞ্জ। সংগঠনের সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ওইদিন বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মুল ত্বকি মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল হক ভূইয়া দিপু, ন্যাপ নারায়ণগঞ্জ সিটির সাধারণ সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা, সাংগঠনিক সম্পাদক হক হাফিজুল, বিজয় কর্মকার, সেলিম ভূইয়া প্রমুখ।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানাগেলো, গত ১৬ ফেব্রুয়ারি কথিত নেতারা বাংলাদেশ রেলওয়ে কল্যাণ ট্রাস্টের নাম ব্যবহার করে শতকোটি টাকা মুল্যের ১ একর জায়গা দখল করে নেয়। এই জায়গার মধ্যেই রয়েছে ১৯৬১ সাল থেকে প্রতিষ্ঠিত শ্রী শ্রী শিব মন্দির ও শীতলা তারা মায়ের মন্দির।  মন্দির পরিচালনার জন্য মন্দিরের ৪টি দোকান ছিলো এবং মন্দিরের ভেতরের জায়গায় ৩৫টি পরিবার বসবাস করতো বলেও গণমাধ্যমে প্রকাশিত হয়।  শাহআলম, নান্নু ও জাকির হোসেন সহ ৪জনের বিরুদ্ধে এসব অভিযোগ ওঠেছে।

অন্যদিকে মন্দিরের লোকজন ও মন্দির কমিটির উপর অত্যাচার চলে আসলেও নারায়ণগঞ্জের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিংবা জেলা ও মহাগর পূজা পরিষদের নেতাদের প্রতিবাদ করতে দেখা যায়নি। হিন্দু নেতারা রহস্যজনক কারনে চুপসে রয়েছে, যখন মন্দিরের জমির উপর আঘাত চলে আসছে। অথচ অন্যান্য ক্ষেত্রে হিন্দু নেতারা আন্দোলন কবরে রাজপথে নামেন। একই সঙ্গে শতকোটি টাকার সম্পত্তি ৪৭ হাজার বর্গফুট জায়গা দখলে নিলেও নারায়ণগঞ্জের প্রশাসনও রয়েছে নীরব।

আরো জানাগেছে, নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স-৩ মার্কেট নাম দিয়ে জায়গা টিনের ছাবড়া দিয়ে দখলে নিয়ে দোকান বরাদ্দ দিচ্ছে। দোকান প্রতি অগ্রিম নেয়া হচ্ছে ৫ থেকে ২০ লাখ টাকা করে। অথচ মার্কেট হওয়ার কোনো কার্যক্রমই শুরু হয়নি। অনেকের ধারণা মাকের্টের নামে তারা কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়ে দোকান বরাদ্দ দেয়া ব্যবসায়ীদের নিঃস্ব করে দিবে।