সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভা অনুষ্টিত হয়েছে। যেখানে বক্তারা বলেছেন, পুজিবাদীরা কথায় কথায় শ্রমিকদের ছাটাই করছেন। আবার দ্রব্যমুল্য বাড়লেও শ্রমিকদের তেমন সেই হারে বাড়ছেনা।
জানাগেছে, ৫ এপ্রিল শুক্রবার সন্ধায় নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার কে.এস টাওয়ারের ৮ম তলায় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. জি.কে রাসেলের সভাপতিত্বে ওই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মো. নাজমুল হাসান নান্নু, জেলা কমিটির সাধারণ সম্পাদক আল-আমিন, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: শিমুল আক্তার আঞ্জু, মহানগর কমিটির কার্যকরী পরিষদ সভাপি জীবন চন্দ্র দাস ছাড়াও উপস্থিত ছিলেন- জুয়েল, বিপ্লব, হৃদয় প্রমুখ। এ সভায় সংগঠনে নতুন সদস্য হিসেবে যোগদান করায় ইউসুফ আলী প্রধানকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ জি.কে রাসেল তার বক্তব্যে বলেন, ‘আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন প্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। অথচ আজ পুজিবাদীরা শ্রমিকদেরকে কথায় কথায় ছাটাই করে। মাসের পর মাস চলে যায় বেতন দেওয়ার নাম নেয় না। বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রবমূল্যের দাম যেই হারে বেড়ে চলছে সেই হারে শ্রমিকদের বেতন বাড়ছেনা। পুজিবাদের কাছে শ্রমিকরা অসহায়। এই জুলুম, অত্যাচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে।’