রূপগঞ্জের ভুলতায় ফুটপাতে চাঁদাবাজিকালে র‌্যাবের হাতে ৩জন গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ফুটপাত থেকে চাঁদাবাজির দায়ে ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ২৭ এপ্রিল বুধবার সকালে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সহকারী পরিচালক, মিডিয়া অফিসার এএসপি সম্রাট তালুকদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা বাজার এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফুটপাতের অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার অপরাধে মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হৃদয় হোসেন ও মোঃ জহিরুল ইসলাম নামক ৩ জন পেশাদার চাঁদাবাজদেরকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১০হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা বাজার এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি ২০০ থেকে ৩০০ টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।