সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চাহিদামত সুচিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ‘গণতন্ত্র ও বেগম খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’ কমিটির উদ্যোগে সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে আইনজীবীগণ ৭ এপ্রিল রবিবার প্রতিকী অনশন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আন্দোলনের কো-চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহাম্মদ, মহাসচিব এ.বি.এম রফিকুল ইসলাম রাজা, ব্যারিষ্টার মীর হেলাল, কামরুল ইসলাম সজল প্রমূখ নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে আইনজীবীদের অনশন আমলাতান্ত্রিক বিচার ব্যবস্থার উপরে একটি অনাস্থা।’
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাহিদা মোতাবেক চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী প্রতিটি আদালতে ‘আইনজীবী অনশন’ সহ আইনজীবীদের রাজপথের কর্মসূচি প্রদান করা হবে এবং মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’