সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সংদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান বলেছেন, আমাদের শিশুদের স্বাধীনতা দিবসের সঠিক ইতিহাস জানাতে হবে এবং তাদের অন্তরে ৭১’র চেতনা জাগ্রত করতে হবে। বাংলাদেশ গড়ার রূপকার যার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আমাদের সন্তানদের শিখাতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের শিক্ষা, বিদ্যূৎ, তথ্য প্রযুক্তি, খেলাধুলা, রাস্তাঘাটসহ সকল বিষয়ে উন্নয়ণের বিরল চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। তাই আমাদের বাচ্চাদের এখনই প্রস্তুত করতে হবে। তারা যেন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার দেখানো পথ ধরে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে।
৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে বন্দরের দেউলী চৌরাপাড়ার কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লেখাপড়ায় যত্মবান হলে ভবিষ্যতে তোমাদের মধ্যেই দেশ নেতৃত্ব দিবে। তোমরা ভালোকরে লেখাপড়া করবে পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করবে। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভাল থাকবে। এই দেশ তোমাদের। এদেশকে সুশৃঙ্খলভাবে গড়ার দায়িত্ব তোমাদেরই। গানবাজনা ও সংস্কৃতিক চর্চাও করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উন্নয়ণকে বেশি বেশি প্রচার করতে হবে তবেই তোমরা একদিন এদেশের নেতৃত্ব দিয়ে গৌরবাবাম্বিত হবে।।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন গোল্ডেন ফাইভার ক্লাব বোর্ড ইয়ার্ডস এন্ড শিপ ইয়ার্ড এর চেয়ারম্যান মোস্তফা কামাল।
কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাজিম উদ্দিন, জাতীয় পার্টির নেতা আফসার হোসেন খোকন, বিদ্যালয়ের সহ-সভাপতি আব্দুল আলী, চৌরাপাড়া স্টার ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নুর মোহাম্মদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছায়েদ আলী মাষ্টার, সমাজ সেবক মোঃআলী, ২৫নং ওয়ার্ড যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম শাওন, সাবেক ছাত্রলীগনেতা মাইকেল বাবু, আবদুল হালিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না বেগমসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।