সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
৭ জুলাই সকালে নিম্নবিত্ত ও ছিন্নমূল শিশুদের ৫ টাকার বিনিময়ে হরেক রকম নতুন জামা থেকে শিশু ও তাদের পিতা মাতাকে পছন্দ করে ঈদের জামা কেনার সুযোগ করে দিয়েছে মানবিক সংগঠন টিম খোরশেদ।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক শিশু টিম খোরশেদের ৫ টাকা অস্থায়ী দোকান থেকে নিজেরা পছন্দ করে তাদের ঈদের পোশাক কেনাকাটা করে। বৃহস্পতিবার দুপুরে আলী সাবাব টিপু প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানানো হয়, হতদরিদ্র অভিভাবকরা ও শিশুরা যেন দান গ্রহনের হীনমন্যতায় না ভোগে ও কেনাকাটা করার আনন্দ পায় তার জন্য তাদের কাছ থেকে নামমাত্র ৫ টাকা করে নেয়া হয়েছে। ভবিষ্যতে এরকম আয়োজন আরো বৃহৎ আকারে করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, রানা মজিব, নাজমুল কবির নাহিদ, শওকত খন্দকার, রিটন দে, মো: শহীদ, হাফেজ শিব্বির, মো: সুমন, মেহেদী হাসান রাজু, নাঈম মোল্লা নাসিকের ১৩নং ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু প্রমুখ।