সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার রজতজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিক এবং পুলিশের মধ্যে সুম্পর্ক থাকলে জেলা থেকে যে কোন অপরাধ নির্মুল করা সম্ভব।
তিনি বলেন, নারায়ণগঞ্জে কর্মরত থাকা অবস্থায় আমরা সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি, যে কারনে পুলিশ দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে পেরেছে।
তিনি বলেন, একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। এ শহরকে যানজট মুক্ত রাখার জন্য পুলিশ নতুন করে আবার অভিযান চালাবে। শহরে একজন নাগরিকের নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব।
তিনি বলেন, পুলিশ ফুৃটপাত পরিস্কার রাখার জন্য কাজ করে যাবে। তিনি এটিএন বাংলার রজত জয়ন্তী উৎসবের সাফল্য কামনা করেন।
জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন।
এটিএন বাংলার নারায়নগঞ্জ রিপোর্টার ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এটিএন বাংলার শুভ কামনা করে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মীথ, নারায়ণগঞ্জ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শ্যামল ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান সাদিক ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান।