সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ মহিলা আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার উচিৎপুরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আলমগীর এবং ৭ নং ওয়ার্ডের বর্তমান সদস্য আঃ রশিদের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্যকে কেন্দ্র করে গত তিন দিন ধনে মহড়া চলছিল। ফলে তিন দিন ধরে জাঙ্গালিয়া বাজারের দোকানীরা দোকানপাট খুলতে পারিছিল না এবং এলাকাবাসি কোন কেনা কাটা করতে পারছিল না। শুক্রবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন টেটা, বল্লম,ও নানা প্রকার ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় ৪ মহিলা আহত হয়। আহতরা হলো রাখি (২৮), মাজেদা (২৫), বিথি (২১) এবং জাহানারা (২৬)। এক পর্যায়ে ঘটনাস্থলে বেশ কেয়কটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটলে সংবাদ পেয়ে থানা থেকে পুলিশ যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানার ওসি আজিজুলহক হাওলাদারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিল।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ অবস্থান করবে।