সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতি এখন পুরোপুরি তারুণ্য নির্ভর। বিএনপির প্রবীণ ও সিনিয়র নেতারা জেলা বিএনপির রাজনীতি থেকে অনেকটা বলা যায় বিতারিত হয়েছেন। জেলা বিএনপির অঘোষিত মুরুব্বী হয়ে ওঠেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ১৬ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনের পর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বহিস্কৃত হওয়ার পর জেলা বিএনপি পুরোপুরি তরুণ নেতাদের উপর রাজপথ।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম এখন বয়সের ভারে রাজনীতিতে নেই। সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীন, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরও বিএনপির সক্রিয় রাজনীতি থেকে দুরে রয়েছেন। জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির পদ হারানোর পর মাঠের রাজনীতিতে নেই। গত জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহিত নেন শিল্পপতি মুহাম্মদ শাহআলম। তবে তিনি কেন্দ্রীয় সদস্য পদে বহাল রয়েছেন। সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতির পদ হারিয়েছেন খন্দকার আবু জাফর। তিনিও সক্রিয় রাজনীতিতে নেই। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহ্বায়ক সফর আলী ভুঁইয়ার হদিস নেই রাজনীতিতে।
বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদে রয়েছেন অধ্যাপক মামুন মাহামুদ। তিনি তিন টার্মে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তরুণ প্রজন্মের নেতাদে মধ্যে ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য সচিব পদে মোশারফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সদস্য সচিব পদে জুয়েল আহমেদ দায়িত্ব পালন করছেন।
তৈমূর আলম খন্দকার যখন বহিস্কার এবং কাজী মনির জেলা বিএনপির সভাপতি পদহারা হওয়ার পর রুপগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতি এখন তরুণ প্রজন্মের নেতা মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার একক নিয়ন্ত্রণে। সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরের নিস্ক্রিয়তা ও মাহামুদুর রহমান সুমনের রাজনীতিতে অনভিজ্ঞতার সুযোগে আড়াইহাজার উপজেলা বিএনপির রাজনীতি এখন পুরোপুরি নজরুল ইসলাম আজাদের নিয়ন্ত্রণে। শুধু আড়াইহাজার নয় আজাদ এখন নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতির অন্যতম মুরুব্বী হয়ে ওঠেছেন।
অন্যদিকে জেলা বিএনপির নেতাকর্মীরা আশা দেখছেন জেলা বিএনপির বর্তমান কমিটি যেকোনো সময় ভেঙ্গে দিয়ে নতুন কমিটি হতে যাচ্ছে। এই কমিটিতে সদস্য সচিব পদে অধিষ্ট হবেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব। এ ছাড়াও সান নারায়ণগঞ্জকে অনেকে জানান জেলা বিএনপির কমিটি হলে সেই কমিটি জুড়ে গুরুত্বপূর্ণ পদে আশার লড়াইয়ে পাইপলাইনে রয়েছেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদারের মত তরুন প্রজন্মের নেতারা।