সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য নির্বাচন। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চন্দন শীল। বাকি সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট হবে ওইদিন। যেখানে জেলা পরিষদের ৩নং ওয়ার্ডে সদস্য পদে হাতি মার্কায় প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম এবং একই পদে মাসুমের একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থী তালা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, দুই প্রার্থীকে বিজয়ী করতে ইতিমধ্যে ভোটের মাঠে নেমেছেন আওয়ামীলীগ ও জাতীয় পার্টির শীর্ষ নেতারা। প্রতিনিয়ত প্রতিটি ইউনিয়নে ভোট প্রার্থনায় যাচ্ছে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের শীর্ষ তিন নেতা। স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সমর্থন রয়েছে ইকবালের পক্ষে। ইকবালকে সঙ্গে নিয়ে প্রতিটি ইউনিয়নে ভোট প্রার্থনা করছেন এমপি খোকার সহধর্মিনী ও সোনারগাঁও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত।
৮ অক্টোবর শনিবার সকালে কাঁচপুর ইউনিয়নের জনপ্রতিনিধি ভোটারদের কাছে মাসুমের হাতি মার্কায় প্রার্থনা করেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সঙ্গে ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
এবারের নির্বাচনে দশটি ইউনিয়নের সকল চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলে মোট ভোটার ১৩৩ জন।