সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সহযোগিতায় বন্দরের ২২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে বিনামূল্যে সুন্নতে খৎনা, ডায়াবেটিস পরীক্ষা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর সোমবার সকাল ১০টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বাধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান টিটু, অক্টোবর সেবা মাসের চেয়ারপার্সন বাবু সারোয়ার, রিজিওয়ান চেয়ারপার্সন অ্যাডভোকেট নবী হোসেন, পরিচালক অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সিনিয়র সহ-সভাপতি লায়ন আনোয়ার হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকনসহ লিও নেতৃবৃন্দ।
দিনব্যাপী এক কর্মসূচীতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন এর প্রো-মাস্টার অ্যাডভোকেট সাজেদা বেগম ও নির্বাহী প্রচারক মোঃ শাহজাহান। এছাড়া কর্মসূচীতে বিশেষভাবে সহযোগিতা করেন
কাউন্সিলর সচিব সাইফুল ইসলাম পনির ভূইয়া, মাহাবুব হোসেন ও ফয়সাল আহাম্মেদ।
এতে প্রায় শতাধিক হতদরিদ্র শিশুর সুন্নতে খাৎনা, ডায়াবেটিস, রক্ত পরীক্ষা ও
শতাধিক শিশুকে ফ্রি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।