সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নির্বাচনের আগে মসজিদের ভিতরে বসে জনগনকে দেয়া ওয়াদা রক্ষা করতে পারেনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন। তিনি নির্বাচিত হওয়ার পর জনগণকে মুলা ঝুলিয়ে রাখছেন। শিল্প প্রতিষ্ঠানের ক্যামিকেলের দুষিত পানি ও বর্জ্য এবং বাথরুমের ময়লার পানি রাস্তায় তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পড়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধিরা কোন কর্ণপাত না করায় স্কুলের শিক্ষার্থী সহ এলাকার জনসাধারণ চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। রাস্তায় জমে থাকা ময়লা পানি দিয়ে পায়ে হেটে চলাচল করতে বাধ্য হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর ব্যানারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এমন অভিযোগ তুলে ধরেন৷
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন, দীর্ঘ চার বছর ধরে পোস্ট অফিস রোডে অবস্থিত শাহজাহান রোলিং মিলস এলাকাস্থ শিল্পপ্রতিষ্ঠান ইউজডম সহ পপুলার ডাইং, দীপ্তি ডাইং, মদিনা ডাইং সহ অন্যান্য ডাইং ফ্যাক্টরীর ক্যামিকেল মিশ্রিত বর্জ্য পানি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়সহ আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করছে। স্কুলের শিক্ষার্থীসহ এলাকার লোকজন ময়লা পানি পায়ে হেটে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায় সময় লোকজন দূর্ঘটনার শিকার হতে হচ্ছে। এছাড়া ময়লার পানি চলাচল করায় বিভিন্ন বয়সের লোকদের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ভুক্তভোগীরা স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে জলাবদ্ধতার বিষয়টি জানালেও তারা কোন কর্ণপাত করেনি।
এলাকাবাসীর অভিযোগ, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সহ আশে পাশের এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, পথচারী ড্রেনে পরে গুরুতর আহত হয়েছেন। বিষাক্ত পানির কারণে চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এলাকায় জলাবদ্ধতার কারণে অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বসবাস করছে। এতে করে অনেক বাড়ির মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে পাইলট স্কুলের কয়েকশত শিক্ষার্থী অন্য স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে লুৎফর রহমান স্বপন মসজিদে বসে জনগণের সাথে ওয়াদা করেছিল এই এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন। নির্বাচনের পর এই এলাকায় কোন সময় যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় পদক্ষেপ গ্রহণ করবে। এলাকার লোকজন পানির নিচে বসবাস করলেও চেয়ারম্যান কোন পদক্ষেপ গ্রহণ করছে না। যেকোন সময় ঢাকা- নারায়ণগঞ্জ সড়ক অবরোধ সহ ফতুল্লা ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচি ডাক দেয়ার ঘোষণা দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এস এম হুমায়ূন কবির, স্থানীয়দের মধ্যে খোকন প্রধান, মোঃ হানিফ, রিয়াজুল ইসলাম, তাইজুল ইসলাম, আক্তার হোসেন,আবুল কালাম, হুমায়ূন প্রমুখ।