সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল দশটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস এর শুভ উদ্বোধন করা হয়।এসময়ে ঢাক ঢোল বাজিয়ে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে পুলিশ সুপারের কার্যালয় দিয়ে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড় হয়ে জেলা পরিষদ দিয়ে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা পিএএ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোসাম্মৎ রহিমা আক্তার, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহান সরকার, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহানা ফেরদৌস, নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুল কবীর, মটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ ক্লাবের প্রতিনিধি মোফাজ্জল হোসেন মিন্টু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শামসুজ্জামান, জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা বাস মিনিবাস মালিক মালিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক রওশন আলী সরকার, নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি ডা. আল ওয়াজেদুর রহমান প্রমুখ।