সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো ‘‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি’’ বন্দর উপজেলা শাখার নির্বাচন। সর্বমোট ৫৫জন ভোটারের মধ্যে শতভাগ ভোটারই অত্যন্ত স্বতঃস্ফুর্তভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে (২নং প্রতীকধারী প্রার্থী) মোঃ দেলোয়ার হোসেন সর্বোচ্চ ৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। ১৫ ভোট পেয়ে এ পদে জয়লাভে ব্যর্থ হন বন্দর ৯নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক (১নং প্রতীকধারী প্রার্থী) আব্দুল হালিম সরকার। সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে বিজয়ী হন ৩৮নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (৪নং প্রতীকধারী প্রার্থী) শাহানাজ সুলতানা। তিনি পান ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী ছিলেন ৪৮নং একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (৩নং প্রতীকধারী প্রার্থী) মোঃ জাকির হোসেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে (৫নং প্রতীকধারী প্রার্থী)আনিসুর রহমান ৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারচেয়ে ৩২ ভোট কম পেয়ে এ পদে পরাজিত হন আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (২নং প্রতীকধারী প্রার্থী)মোঃ আল আমিন হোসেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বন্দর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর জিপু।