আজ তোমার জন্ম হল শুভ লগ্নে,
জগৎ জুড়ে থাকবে তুমি সবার হৃদয়ে।
আকাশ জানে,চন্দ্র জানে,সাত আসমান জমিন জানে,,
তোমার প্রভাতে উঠবে ফোঁটে নতুন সূর্য কিরণ।
শত জনমের বন্ধ দরজা খোলে দাও আজি,
আমি দাঁড়িয়ে থাকবো সদায় তোমার অতন্ত্র প্রহরী।
অতি সংকট দিন গুলোকে রেখোনা আর মনে,
নব উদ্যেগে কাজ করো আজকের এই শুভ লগ্নে।
মনটা আমার ছন্দ ছাড়া
তোমার পানে আজ পথ হারা,
রোদেলা সকালের স্বপ্ন গুলো
তোমায় দিলাম উপহার।
সূর্য রশ্মি পরেছে ছড়ে তাকিয়ে তুমি দেখো,
তোমায় ডাকছে হাত নেড়ে ,হাত বাড়িয়ে ধরো।
স্বপ্ন গুলো আজ হোক রঙিন,
প্রত্যুষ আলো ছড়িয়ে পড়ুক তোমার চোখের কোনে।
কষ্ট আছে,দুঃখ আছে,ছেড়োনা তুমি হাল,
লাগুক ছুটার মন্দ আলো এগিয়ে তুমি চলো।
হয়তো পারবোনা মৃদ আলোতে জরিয়ে ধরে বলতে,
অনাগত ক্ষণ গুলো উজ্জ্বল হোক
আজ এই শুভ দিনে।