সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬৯ বছরের এক বৃদ্ধা নারী গণধর্ষণের শিকার হয়েছেন। ওই ঘটনায় আড়াইহাজার থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ৭ নভেম্বর সোমবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু।
তিনি জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৭ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভিকটিম ৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মাহফুজকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে, গত ১০ অক্টোবর রাতে গ্রেপ্তারকৃত আসামী এবং অনান্য সহযোগীসহ ভিকটিমের ভাড়া বাসায় জোড়পূর্বক প্রবেশ করে ৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলাকে পালাক্রমে নির্মমভাবে গণধর্ষণ করে। এই পাশবিক ও নৃশংস গণধর্ষণের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২৫ তারিখ ১০ অক্টোবর ২০২২। উক্ত ধর্ষণের পর হতে এজাহারনামীয় আসামী মাহফুজ কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার এজাহারভূক্ত পলাতক প্রধান আসামী মাহফুজকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।