সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ১২ নভেম্বর শনিবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার, সহকারী পরিচাক এএসপি রিজওয়ান সাঈদ জিকু।
তিনি জানান, র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর শনিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মালামত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আজিমকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামী মোঃ আজিম মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালামত এলাকার মৃত আব্দুল খালেক বেপারীর ছেলে। গ্রেপ্তারকৃত আসামী অটোরিক্সার গ্যারেজ ব্যবসার আড়ালে আার্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা চালিয়ে আসছে।
উল্লিখিত আসামী বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে মুন্সিগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।