সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী ১৯ নভেম্বর নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। গত দেড় যুগেও কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়নি নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে। কিন্তু এবার সরাসরি কর্মীদের ভোটে নেতা নির্বাচনের ব্যবস্থা করেছেন তারা। মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি ইউনিট কমিটির নেতা নির্বাচিত হবে তাদের কর্মীদের সরাসরি ভোটে। এক সময় পকেট কমিটি কিংবা কাগজের মাধ্যমে কমিটি গঠনের দিকে যাচ্ছেন না মহানগর বিএনপি।
জানাগেছে, আগামী ১৯ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন গোগনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউনিয়নের সৈয়দপুর ঈদগাহ সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এতে সম্মেলনের উদ্বোধন করবেন সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা থাকবেন আবু আল ইউসুফ খান টিপু গোগনগর ইউনিয়ন বিএনপির সম্মেলনের সমন্বয়ক নজরুল ইসলাম সর্দারের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি থাকবেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ুন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, শাহ ফতেহ মোহম্মদ রেজা রিপন, এমএইচ মামুন, মহানগর বিএনপির সদস্য রফিক আহমেদ, ডা. মুজিবুর রহমান, মাসুদ রানা, বরকত উল্লাহ, আনোয়ার প্রধান প্রমূখ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগরী জুড়ে গোগনগর ইউনিয়ন বিএনপির সম্মেলনে পোস্টারও লাগানো হয়েছে। গত দেড় যুগে কোনো ইউনিয়ন বিএনপির সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দেখা যায়নি। এমনকি কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়নি। কিন্তু এবার কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। তারা জানিয়েছেন মহানগর বিএনপির প্রতিটা ইউনিট কমিটি সম্মেলনে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারিত হবে। সেই দৃষ্টান্ত আগামী ১৯ নভেম্বর থেকে শুরু করতে যাচ্ছেন সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু।