সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটি প্রথম কর্মসূচিতেই বাজিমাত করেছে। যেখানে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনের নেতৃত্বে দীর্ঘ দেড় যুগ পর নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে দেখা গেলো একটি সুশৃঙ্খল দল হিসেবে। এর মাঝে মনিটরিং করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। যার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ নগরীতে একটি শৃঙ্খলার বিক্ষোভ মিছিল হলো।
২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে ভ্রাক্ষনবাড়িযার ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। নগরীর ডিআইটি বানিজ্যিক এলাকা হতে মুহাম্মদ গিয়াসউদ্দীনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি বের হয়।
এর আগে মঙ্গলবার দুপুর থেকেই বিক্ষোভ মিছিলে অংশ নিতে জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন থানা/উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগীগুলো খন্ড খণ্ড মিছিল নিয়ে নগরীতে জড়ো হতে থাকেন। এ সময় নেতাকর্মীরা ছাত্রদল নেতা নয়ন হত্যার বিচার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে নগরীর চাষাঢ়ায় এসে শেষ হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দীনের নেতৃত্বে মিছিলে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, শহিদুল ইসলাম টিটু, লুৎফর রহমান খোকা, মোশারফ হোসেন, মনিরুল ইসলাম রবি, জুয়েল আহমেদ, আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির ভুঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মোস্তাকুর রহমান, জেলা বিএনপি নেতা রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।