সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে র্যাবের মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার, সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু।
তিনি জানান, র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ২৫ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আত্মগোপনে থাকা এজাহারনামীয় আসামী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকার মোঃ হায়াত আলী-এর ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক রনি ওরফে মালটা রনি এবং একই এলাকার মোঃ বিল্লাল শিকদার-এর ছেলে মোঃ সাইজুদ্দিন ও আনোয়ার খান-এর ছেলে মোঃ বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উল্লেখ্য যে, গত ২৭ সেপ্টেম্বর র্যাব-১, উত্তরা, ঢাকা-এর একটি অভিযানিক দল রূপগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানার চনপাড়া এলাকা হতে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। ঘটনাস্থলে আইনী কার্যক্রম শেষে আসামীসহ গাড়িতে উঠার প্রাক্কালে ধৃত আসামীদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ধৃত আসামীদের কতিপয় সহযোগীরা মাইকিং এর মাধ্যমে ডাকাত ডাকাত বলে গুজব ছড়িয়ে প্রায় ৪০০/৫০০ লোক আগ্নেয়াস্ত্র ও দেশীয় আস্ত্রসহ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে তাদের অবরুদ্ধ করে এবং সরকারী কাজে বাধা পূর্বক গুলি করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় টহলরত র্যাব সদস্যরা আহত হয় এবং টহল গাড়ি সহ সরকারী সম্পতির ক্ষয় ক্ষতি হয়। উক্ত ঘটনায় র্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। যার মামলা নাম্বার ৭৩ তারিখ-২৮ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ। উক্ত ঘটনা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে র্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে উল্লেখিত আসামীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বিকার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।