সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে হাইজাদী ইউনিয়নে প্রস্তুতিমুলক সভা করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর। একইদিন পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি শ্রাবন ও সাধারণ সম্পাদক জুয়েলের উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা বিএনপি।
জানাগেছে, ২৬ নভেম্বর শনিবার বিকেলে উপজলার হাইজাদী ইউনিয়নের ইলুমদীতে হাইজাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যন মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন আঙ্গুর।
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, উপজেলা বিএনপির সবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজ মিয়া, সাবেক আহ্বায়ক রুপচাঁন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য হাজী মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান খাঁন আঙ্গুর বলেন, সরকার মামলা হামলা দিয়ে বিএনপিকে ধমিয়ে রাখতে পারবেনা। তারা বলে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নাকি জেলে দিবে, এভাবে ভয় দেখিয়ে লাভ নেই।
বাঞ্চারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদলের কর্মী শাহীনের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে কেন্দীয় ছাত্রদলের নেতাদের উপর আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান আঙ্গুর।
তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর সমাবেশ সফলে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে যেখানে যা দরকার আমরা তা করবো। আমরা আড়াইহাজার থেকে আগেরদিন চলে যাবো প্রয়োজনে পায়ে হেটে যাবো। যদি কোন বাধা আসে হামলা হয় আমরা প্রতিরোধ করবো। যদি দলের কর্মসূচী পালন করতে গিয়ে কেউ মামলা হামলার শিকার হয় আজ থেকে আমি তাদের জন্য যেখানে যা করতে হয় করবো।
প্রস্তুতিমুলক সভা শেষে ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন আঙ্গর। এ সময় সরকার বিরোধী নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলের আহ্বাবায়ক সদস্য আল আমিন মোল্লা, আড়াইহাজার উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মামুন, প্রচার সম্পাদক মাসুদ বাবু, ব্রাহ্মনদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: শাবাহউদ্দিন ভূইয়া, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ্, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আমিনুল ইসলাম সোহাগ, হাইজাদী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো: বারেক মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন ইয়াছিন, পন্ডিত মিয়া, মো: সাইফুল ইসলাম প্রমূখ।