সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মহান মুক্তিযোদ্ধে ২৯ নভেম্বর পাকহানাদার বাহিনীর হাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনার ১৩৯ জন শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এসএসসি ৯৮ ব্যাচের বন্ধু মহল। বক্তাবলীর কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ব্যানারে সকল বন্ধু মহল র্যালী বের করে স্মৃতিস্তম্ভে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
২৯ নভেম্বর মঙ্গলবার সকালে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে লক্ষীনগর বধ্যভূমিতে গিয়েও শ্রদ্ধা নিবেদন করে।
এসময় স্মৃতিস্তম্ভে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক শাহাদাত হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল চৌধুরী, রফিকুল ইসলাম বাবু, আকতার হোসেন, মামুন পাঠান, আশরাফ আলী, আব্দুর রহিম, রাশেদুল ইসলাম সুমন, আব্দুল খালেক, আল আমিন, নুরু, দেলোয়ার হোসেন, মোঃ আরিফ, হানজেলা, দীল মোহাম্মদ জনি, আলী আকবর, জাহাঙ্গীর, সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।