যুবদল নেতা আরিফ সহ সোনারগাঁয়ে বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিস্ফোরক ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মামলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ২ ডিসেম্বর সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের সহ মিলিয়ে গত ১০ দিনে ১৪জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ গণমাধ্যমকে জানান, থানায় আগের বিস্ফোরক আইনের দায়ের করা মামলায় ও আষাঢ়িয়ার চরের একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে উপজেলা বিএনপি ৩ ডিসেম্বর এক বিবৃতিতে জানায়, গত দশ দিনে বারদী ইউনিয়ন যুবদল সভাপতি জহিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মহিবুল্লাহ খোকন, মোগরাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সুরুজ মিয়াকে না পেয়ে তার কলেজ পড়ুয়া সন্তান গাজী রহমত উল্লাহ, বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোহম্মদ ফারুক, সহ-সভাপতি বাদল, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন, পিরোজপুর ইউনিয়ন ‍যুবদল নেতা মোয়াজ্জেল হোসেন, বিএনপি নেতা গোলনুর হোসেন জুয়েল, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেনকে না পেয়ে তার বড় ভাই আলী হোসেনকে গ্রেপ্তার, কাঁচপুর ইউনিয়ন বিএনপির কর্মী আব্দুল কুদ্দুস, সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক মিন্টু মিয়া ও সোনারগাঁও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সেন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।