বিএনপি নেতার ব্যক্তিগত সহকারী, দেহরক্ষী ও গাড়িচালকও গ্রেপ্তার!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যক্তিগত সহকারী মো. মহসিন, গাড়ী চালক জুয়েল আহম্মেদ ও দেহরক্ষী লিটনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। 

২ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হক সুপার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান গণমাধ্যম কর্মীদের কাছে গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ১ ডিসেম্বরের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 
এবিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ গণমাধ্যমে বলেন, তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা কিংবা জিডিও ছিল না। ওরা দলীয় কোন পদেও নেই। নিরীহ এসব ব্যক্তিগত স্টাফদের এভাবে গ্রেপ্তার খুবই দু:খজনক বলে দাবি করে মামুন মাহমুদ তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশিষ কুন্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।