সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
২০১৪ সালে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের জাতীয়পার্টির সংসদ সদস্য নির্বাচিত হোন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। এমপি নির্বাচিত হয়ে তিনি সোনারগাঁও উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করেছেন তিনি। যার মধ্যে বিভিন্ন নদ-নদী, খালি-বিলের উপর দিয়ে যাতায়াতে মানুষের সমস্যাগুলো চোখে পড়ে তার। মানুষের যাতায়াত ব্যবস্থার সুবিধার্থে গত ৮ বছর তিনি সোনারগাঁবাসীর প্রতিক্ষিত ৫৩টি ছোট বড় সেতু নির্মাণ করেছেন এমপি খোকা।
স্থানীয়রা বলছেন- সোনারগাঁয়ে এমপি নির্বাচতে হয়ে মানুষের দীর্ঘ ৪০ বছরের স্বপ্ন পুরণ করেছেন খোকা। যেখানে সবচেয়ে আলোচিত ব্রীজটি হলো হরিরদী ব্রীজটি। হরিহরদী-মুছারচর সেতুটি মানুষের ৪০ বছরের প্রতিক্ষিত ছিলো। অতীতে অনেক জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন করেননি। কিন্তু এমপি খোকা সেটা করেছেন।
এমপি খোকার হাতে নির্মিত আলোচিত সেতুগুলোর মধ্যে রয়েছে- হরিহরদী – মুছারচর সেতু, ভাটিবন্দর সেতু, মান্দারপাড়া সেতু, আনন্দ বাজার সেতু, হামছাদী মাদরাসা সংলগ্ন সেতু, প্রেমের বাজার সেতু, বাংলাবাজার সেতু, চৌড়াপাড়া সেতু, কাজীপাড়া ব্রীজ, রতনপুর ব্রীজ, ছয়হিস্যা ব্রীজ, নয়াগাঁও চৌরাপাড়া ব্রীজ, চেঙ্গাইন ব্রীজ, পশ্চিম সনমান্দি ব্রীজ, কান্দাপাড়া ব্রীজ, পিরোজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রীজ, পানাম গাবতলী ব্রীজ, মাছিনগর ব্রীজ ও আমান সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন সেতুটি।