সতর্ক অবস্থানে সোনারগাঁয়ে জাতীয় পার্টিও ছিলো রাজপথে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১০ ডিসেম্বর শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে ঘিরে সারাদেশে আতংক সৃষ্টি হয়। ওই ঘটনায় সতর্ক অবস্থানে ছিলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরাও। তারা শনিবার সকাল থেকেই দিনভর রাজপথে অবস্থান নেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি করেছে উপজেলা জাতীয় পার্টি। তারা যেকোনো নাশকতা প্রতিরোধে দিনভর সতর্ক অবস্থানে ছিলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্দেশনায় যেকোনো নাশকতা প্রতিরোধে সোনারগাঁয়ে দিনভর সতর্ক অবস্থানে রাজপথে ছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার জানান, শনিবার ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে যে আগুন ও সন্ত্রাসী কর্মকান্ড করতে পারে, তাই তা প্রতিহত করতে ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা রাস্তায় অবস্থান করেছি।