বিএনপি-জামায়েত ইসলামী দেশে কিছুই করতে পারবে না: এম সাইফুল্লাহ বাদল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল বলেছেন, বর্তমানে বাংলাদেশে দূর্নীতি ও মিথ্যার রাজনীতি শুরু হয়েছে। বিএনপি-জামাত মিথ্যা দিয়ে রাজনীতিতে কখনো সফল হতে পারবে না এবং জনগনের মন জয় করতে পারবে না। ইদানিং শোনা যাচ্ছে কাকে কাকে নিয়ে ৭ দল তৈরি করবে। আমি বলতে চাই ৭, ৮ এবং ২০ দল করে আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আছি এবং আমরাই থাকবো।

১৭ ডিসেম্বর শনিবার বিকেলে ফতুল্লার পঞ্চবটিস্থ এনায়েতনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এম সাইফউল্লাহ বাদল এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আমরা যেভাবে প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে কমিটিগুলো গঠন করছি। আশা করছি প্রতিটি আওয়ামী লীগ কমিটি শক্তিশালী হবে। আগামী সংসদ নির্বাচনে আমাদের দল যেন জয় লাভ করতে পারে সেভাবে আমাদের কাজ করতে হবে। বিএনপি জামাতের লোকজন যাতে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে। আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। 

এদিকে এনায়েতনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় ইমতিয়াজ ওমর সুমন সভাপতি ও আব্দুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। পরে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করেন প্রধান অতিথি এম সাইফউল্লাহ বাদল।

অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন সাবেক ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রতনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ এর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মাসুদ, যুব ও ক্রীড়া সম্পাদক রমিজ উদ্দিন ঢালী, থানা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান প্রধান, থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, সহ কোষ্যদক্ষ রাজিব হোসেন মিঠু, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক মাস্টার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার, থানা আওয়ামী লীগ সদস্য শ্রী রঞ্জিত মন্ডল, মোঃ সিদ্দিক মিয়া প্রমুখ। 

এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষক লীগের সভাপতি আবু হানিফ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ফজলুল হক সরকার, আজিম উদ্দিন মাদবর, মতিউর রহমান, শফিকুল ইসলাম, আক্তার মেম্বার, মহিলা মেম্বার ফারহানা, যুবলীগ নেতা স.ম জলিল, থানা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি শরিয়ত উল্লাহ বাবু, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, আলিম শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।