সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে শক্তি সঞ্চারে কাজ করছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। গত ১৩ সেপ্টেম্বর মহানগর বিএনপি ও ১৫ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করেছে কেন্দ্রীয় বিএনপি। দুটি কমিটিতেই তরুণ প্রজন্মের নেতাদের গুরুত্ব দেয়া হয়েছে বেশি। একই সঙ্গে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বেও ওঠে এসেছে তরুণ প্রজন্মের নেতারা।
যার ফলে গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে বিএনপির আন্দোলন সংগ্রামে রাজপথে মুখ্য ভুমিকা রেখে আসছে তরুণ প্রজন্মের এসব নেতারাই। যেখানে গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় মহাসমাবেশ ও সর্বশেষ ৩০ ডিসেম্বর গণমিছিল কর্মসূচিসহ লাগাতার কর্মসূচিগুলোতে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতই।
একেকজন ডজন ডজন মামলার আসামি হয়ে নিয়মিত কোর্টে হাজিরা দেয়া এবং সেই সঙ্গে রাজপথে বিএনপির আন্দোলন সংগ্রামগুলোতে সক্রিয় ভুমিকা রাখছেন তরুণ প্রজন্মের নেতারা। গত কয়েকটি মাসে জেলা ও মহানগর বিএনপির ব্যাপক সাংগঠনিক ও রাজপথের আন্দোলন সংগ্রামের ভুমিকায় কেন্দ্রীয় নেতাদের কাছে প্রসংশা পাচ্ছেন জেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দীন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন এবং মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
জেলা ও মহানগর বিএনপির কমিটিতে তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনকে জেলা বিএনপির সদস্য সচিব, জেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল হোসেনকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। তারা এখন জেলা বিএনপির সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন রাজপথে। একইভাবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান রোজেল নেতৃত্ব দিচ্ছেন ফতুল্লা থানা বিএনপির।
এ ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির পদে থেকে আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস সচিব পদে থেকে মশিউর রহমান রনি ও জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশা নিয়ে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব জেলা বিএনপির সামনের সারিতে রাজপথের আন্দোলনে জোরালো ভুমিকা রেখে আসছেন।
একইভাবে মহানগর বিএনপির সিনিয়র দুই নেতা আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে মহানগর বিএনপির রাজপথের আন্দোলনে সামনের সারিতে সক্রিয় থাকছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে থেকে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন। সান নারায়ণগঞ্জকে নেতাকর্মীরা বলছেন মহানগর বিএনপির রাজপথে সাখাওয়াত ও টিপুর সঙ্গে সক্রিয় থাকছেন মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান। সেই সঙ্গে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে থেকে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি সাহেদ আহমেদও সামনের সারিতে সক্রিয় থাকছেন। মহানগর ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশি রাকিবুর রহমান সাগর, রাহিদ ইসতিয়াক সিকদার, রাজীবুল হক রাজীবও রয়েছেন রাজপথের আন্দোলনে সক্রিয়।