সোনারগাঁয়ে বিপুল পরিমান মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি:

র‌্যাব-১১ সদর কোম্পনী কর্তৃক নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ৬ জানুয়ারি শুক্রবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার, সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ৬ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন, মোঃ আবুল কালাম, মোঃ আলী আলম বাদল, মোঃ মুর সাইদ হোসেন, মোঃ রিপন বেপারী। উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে ১টি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৪০০ টাকা, ৬টি মোবাইল, ১০টি সীম উদ্ধার করা হয়।

র্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।