সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলনে নেতাকর্মীদের ঢল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর আওয়ামীলীগের কমিটি গঠনের লক্ষে তারই ধারাবাহিকতায় উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সম্মেলন কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারী শনিবার বিকেলে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ফিরোজ মোল্লার সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক মাহফুজুর রহমান কালাম।

কর্মী সম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে আব্দুল্লাহ্ আল-কায়সার বলেছেন, বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আমাদের নেতাকর্মীরা ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। নেতাকর্মীদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তারপরও তৃনমুল আওয়ামীলীগ আজ ঐকবদ্ধ। তারা ঐকবদ্ধ আছেন বলেই আওয়ামীলীগ ক্ষমতায় রয়েছে তৃনমুল ঐক্যবদ্ধ আছে আমরা নেতা হয়েছি, তৃনমুল আছে বলেই আমরা মঞ্চ উঠে কথা বলতে পারি তাই তৃনমুলকে শক্তিশালী করতে হবে। তাদের শক্তিশালী করেই আগামী ২০২৪ সালের নির্বাচনে সোনারগাঁ থেকে নৌকাকে জয়ী করতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ, আবু সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম সামসু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ প্রমূখ।