কারামুক্ত যুবদল নেতা শাহেদ, রিয়াদ ও আরমানকে ফুলেল শুভেচ্ছা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর থানা ও সিদ্ধিরগঞ্জ থানার পৃথক পৃথক নাশকতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ এবং মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ ও মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন শাহেদ আহমেদ ও রাফি উদ্দিন রিয়াদ। আর আগে গত (২০ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন আরমান হোসেন। এর আগে উচ্চ আদালত থেকে জামিন পান যুবদল তারা। পরে উচ্চ আদালতের জামিননামা জামিনে বের হয়ে আসেন তারা।

এসময়ে জামিনে কারামুক্ত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ এবং মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ ও মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনকে ফুলেল তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ লিটন, সাবেক সহ-সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল নেতা সৌরভসহ যুবদলের নেতাকর্মীরা।