সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ বলেছেন, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামী অনুশাসন মেনে চললে মানুষ কখনো পথভ্রষ্ট হয়না। ভাল কাজ করলে ভাল ফলাফল পাবেন। বেশি বেশি আলেম ওলামাদের সংস্পর্শে থাকলে আপনি হাসরের ময়দানে পানা পেতে পারেন। কেননা যেমন বীজ বপন করবেন তেমনই ফলাফল পাবেন।
১৮ এপ্রিল বৃহস্পতিবার বন্দরের দত্তবাড়ী মানব সেবা যুব সংগঠনের উদ্যোগে ৫ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগ নেতা আরো বলেন, ‘আজকে এ ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পেরে নিজেকে ধণ্য মনে হচ্ছে। রাসুল (সঃ) এর আদর্শকে আকড়ে ধরে রেখে আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারি। ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন যাত্রাই একমাত্র পথ। আমরা যেন ইসলামের পথে থেকে জীবনের বাকি দিনগুলি পার করতে পারি।’
এ সময় ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহাখালী রেল গেইট জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি এহতেরামুল হক উজানী দা.বা।
২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের সভাপতিতে বিশেষ বক্তা হিসেবে ছিলেন- হযরত মাওলানা মুফতি বায়েজিদ আহম্মেদ দা.বা, হযরত মাওলানা মুফতি হাদিউজ্জামান দা.বা, হযরত মাওলানা ওমর ফারুক দা.বা, বন্দর বাজার জামে মসজিদের ঈমাম হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাশেমী দা.বা, নুরবাগ জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা রবিউল ইসলাম, শাহীমসজিদের পেশ ঈমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ইসমাঈল, ব্যবসায়ী লুৎফর রহমান, মাসুম আহমেদ, ডালিম হায়দার ও যুবলীগ নেতা মমিন প্রমূখ।