রাজপথে সক্রিয় মহানগর বিএনপি: কেন্দ্রীয় নেতাদের প্রসংশা পেলেন সাখাওয়াত-টিপু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এক প্রস্তুতিমুলক সভায় বিএনপির কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ তাদের বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বের প্রসংশা করেছেন। কমিটি গঠনের পর মহানগরী ও কেন্দ্রীয় পর্যায়ের কর্মসূচিগুলো পালনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সক্রিয়তা দেখে সন্তোষ প্রকাশ করেন তারা। তারাই ধারাবাহিকতায় আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার পদযাত্রা কর্মসূচি সফল পালনের মাধ্যমে বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় নেতারা। সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপুও রাজপথের যেকোনো কর্মসূচি পালনে বদ্ধপরিকর ও প্রতিজ্ঞাবদ্ধ হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও সাখাওয়াত ও টিপু প্রত্যয় ব্যক্ত করেন।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার নারায়ণগঞ্জ মহানগরীর খানপুর হাসপাতাল রোড থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করবে মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্ত্র রায়, বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারির এ কর্মসূচি দেয় বিএনপি। কর্মসূচি সফল করতে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মহানগরীতে প্রস্তুতিমুলক সভা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর পরিচালনায় মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি থানা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমলক সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, শাহ মোহাম্মদ ফতেহ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, রাশিদা জামাল, আনোয়ার প্রধান, মাসুদ রানা, শাহিন আহমেদ, সাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, শাহিন আহমেদ, বন্দর থানা বিএনপি নেতা নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দীন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমেদ, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহারগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদার, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক গোলজার খান, মহানগর তাঁতী দলের সদস্য সচিব ইকবাল হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমূখ।