সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক প্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য একেএম শামসুজ্জোহার সহধর্মীনি, রত্নগর্ভা মা নাগিনা জোহা’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নস্থ বাগদোবাড়ীয়ায় নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি একেএম সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়ণে প্রতিষ্ঠিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার পূর্বে ভাষা সৈনিক নাগিনা জোহা’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
এছাড়া এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদা, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য মাসুম আহম্মেদ, বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল ভূঁইয়া, সদস্য হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আলীনুর, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাপ হোসেন ভূঁইয়া, সদস্যবৃন্দ, বিভিন্ন ইউপি মেম্বারবৃন্দ, জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে দোয়ায় অংশ নেন।
মিলাদ ও দোয়া শেষে রান্না করা খাবার প্রায় ৫ হাজার অসহায়দের মাঝে বিতরণ করা হয়।