সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় জাতীয় মহিলা পার্টির কমিটি গঠনের ৬ মাস না পেরুতেই বেশ শক্ত অবস্থান তৈরি করেছে মহিলা পার্টি। যার প্রতিফলন দেখা গেলো মহান স্বাধীনতা দিবসে। আওয়ামীলীগের মহিলা লীগ কিংবা বিএনপির মহিলা দলের অস্তিত্ব দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যখন দায় হয়ে পড়েছে, তখন সোনারগাঁয়ে জাতীয় মহিলা পার্টির শক্ত অবস্থান।
২৬ মার্চ রবিবার স্বাধীনতা দিবসে মহিলা লীগ কিংবা মহিলা দলের দেখা না গেলেও মহিলা পার্টির সক্রিয়তা দেখা গেলো ব্যাপক। বিপুল সংখ্যক মহিলা পাটির নেত্রীদের নিয়ে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি। স্থানীয়রা জানান, মুলত এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকত সোনারগাঁয়ে মহিলা পার্টিকে শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করে চলেছেন। তার পরিশ্রেমের ফলেই সোনারগাঁয়ে মহিলা পার্টির আজকে শক্ত অবস্থান।
তবে এদিকে সোনারগাঁও উপজেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট নুরজাহান দাবি করেছেন, আমি অনুপস্থিত থাকলেও আমাদের সংগঠনের নেত্রীরা স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা যেকোনো জাতীয় দিবস পালনে এবং রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় আছি। সোনারগাঁও উপজেলা মহিলা লীগই একমাত্র শক্তিশালী সংগঠন।
জানাগেছে, নানা কর্মসূচির মধ্যদিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সোনারগাঁও উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও থানা রোডে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সোনারগাঁও উপজেলা প্রশাসন। মহান স্বাধীনতা দিবসেও ব্যাপক সরব উপস্থিতি দেখিয়েছে সোনারগাঁয়ের জাতীয় পার্টি। আওয়ামীলীগ ও বিএনপির চেয়ে এদিন জাতীয় দিবস পালনে জাতীয় পার্টির উপস্থিতি ছিলো চোখে পরার মতই।
২৬ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এমপি লিয়াকত হোসেন খোকা। পরবর্তীতে এমপি লিয়াকত হোসেন খোকারপক্ষে থানা রোডে অবস্থিত বিজয় স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা জাতীয় পার্টি।
এ সময় উল্লেখযোগ্য নেতাদের মধ্যে- নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আব্দুর রউফ, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এমএ জামান, দেওয়ান উদ্দিন চুন্নু, হাজী গরীব নেওয়াজ, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক বাছেদ মেম্বার, আবুল হোসেন, মোহাম্মদ আলী মেম্বার, প্রচার সম্পাদক হাজী মুক্তার হোসেন, লায়ন তোফাজ্জল হোসেন, পৌরসভা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব আলমগীর কবির, জাতীয় যুবসংহতি উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী, জাতীয় মহিলা পার্টি আহবায়ক জাহেদা আক্তার মনি, সদস্য সচিব জাহানারা রহমান, রুনা আক্তার মেম্বার, নাছিমা আক্তার পলি মেম্বার, নারগিস আক্তার মেম্বার, মোতালেব ভূইয়া মেম্বার, হারুন অর রশীদ মেম্বার, মনির মেম্বার, দেলোয়ার হোসেন মেম্বার, রুহল আমীন, সাকিব হাসান মেম্বার, মনির হোসেন তোতা সহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন